শ্রীলঙ্কা দলের জরিমানা

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টুয়েন্টি টুয়েন্টিতে স্লো-ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়লো শ্রীলঙ্কা ক্রিকেট দল। অধিনায়ক উপুল থারাঙ্গাকে ম্যাচ ফি’র ২০ শতাংশ এবং দলের অন্যান্য সদস্যদের ১০ শতাংশ জরিমানা করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 
গতকাল কলম্বোতে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে পারেনি স্বাগতিকরা। নির্ধারিত সময়ে ১ ওভার ঘাটতি রেখে বোলিং ইনিংস শেষ করে শ্রীলঙ্কা। তাই আইসিসির নির্ধারিত আচরণ বিধির ২.৫.১ ধারাটা ভঙ্গ করেছে লঙ্কানরা। ফলে জরিমানার গুনতে হচ্ছে তাদের। 
 
আইসিসির এলিট প্যানেলে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই জরিমানা নির্ধারণ করেছেন শ্রীলঙ্কার জন্য। 
 
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে স্লো-ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়েছিল বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফিকে ৪০ শতাংশ ও দলের অন্যান্য খেলোয়াড়দের ২০ শতাংশ জরিমানা করে আইসিসি। এক বছরের মধ্যে দ্বিতীয়বার এমন জরিমানার কবলে পড়ে এক ম্যাচ নিষিদ্ধও হয়েছেন মাশরাফি। গেল বছর প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে স্লো-ওভার রেটের কারনে জরিমানা গুনতে হয়েছিলো মাশরাফির দলকে। বাসস।
 
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget