আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় আফ্রিদির

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। রবিবার পাকিস্তান সুপার লিগে পেশওয়ার জালমির হয়ে ২৮ বলে ৫৪ রানের ইনিংস খেলার পর এ ঘোষণা দেন হার্ডহিটার ব্যাটসম্যান।
 
২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার সমাপ্তি ঘোষণার সময় তিনি বলেন, আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছে। আমি শুধু আমার ভক্তদের জন্য খেলে যাচ্ছি। আগামী দুইবছর হয়তো পিএসএল এ খেলবো। তবে আন্তর্জাতিক ক্রিকেট এখানেই শেষ। এই মুহূর্তে আমার ফাউন্ডেশনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
 
কেনিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় আফ্রিদির। তবে টেস্ট খেলেছেন মাত্র ২৭টি। রান ১১৭৬ ও উইকেট ৪৮। ৩৯৮ ওয়ানডেতে ১১৭ স্ট্রাইক রেটে তার রান ৮০৬৮। উইকেট ৩৯৫।
 
তবে টি-টোয়েন্টি বল হাতে দারুণ সফল বুম বুম আফ্রিদি। তার ঝুলিতে রয়েছে সর্বোচ্চ ম্যাচ (৯৮) ও সর্বোচ্চ উইকেট(৯৭) রেকর্ড।
 
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget