এন্ডারসন, উডকে ছাড়াই বাংলাদেশে আসছে ইংল্যান্ড

ইনজুরির কারণে বাংলাদেশ সফর থেকে বোলার জেমস এন্ডারসন ও মার্ক উড নাম প্রত্যাহার করে নিয়েছেন। বৃহস্পতিবার ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের(ইসিবি) পক্ষ থেকে এ কথা জানানো হয়।

জেনে নিন বিপিএল টে২০ তে কার পারিশ্রমিক কত ।

সিনিয়র পাঁচ ক্রিকেটারে অনুরোধেই এবারের বিপিএলেপ্লাস গ্রেডের ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানো হয়েছে শুধু তাই নয়, নিজ নিজ দল ঠিক করে নেয়ার স্বাধীনতাও দেয়া হয়েছে শীর্ষ গ্রেডের সাত ক্রিকেটারকে

গত বিপিএলে আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল ৩৫ লাখ টাকা বিদেশি ক্রিকেটারদের শীর্ষ গ্রেডের তুলনায় যা ছিল বেশ কম ব্যাপারটি নিয়ে সেবার সমালোচনা হয়েছিল বেশ এবার তাই দেশের শীর্ষ গ্রেডের ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানো হয়েছে

Shikari 2016 Original | Full Movie | Shakib , Srabanti | HD

মেসিকে ছাড়া বার্সেলোনার আরেকটি জয়



লিওনেল মেসি নেই খেলাটা দেশের বাইরে আবার সেই খেলায় পিছিয়েও পড়ল বার্সেলোনা কিন্তু সব কিছু জয় করে দারুণ খেলে ঘুরে দাঁড়ায় তারা শেষ পর্যন্ত জার্মানি থেকে ফেরে জয় নিয়ে গেল রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে কাতালানরা - গোলে হারিয়েছে বরুসিয়া মনশেনগ্লাডবাচকে গ্রুপের শীর্ষেই তারা তবে একই রাতে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি - গোলে ড্র করেছে সেল্টিকের সাথে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ম্যানসিটি

বাংলাদেশের শততম ওয়ানডে জয়ের অপেক্ষা বাড়লো

বাংলাদেশের শততম ওয়ানডে জয়ের অপেক্ষা বাড়লো, দ্বিতীয় ওয়ানডেতে দুই উইকেটে জয় পেয়েছে আফগানিস্তান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের ছুড়ে দেয়া ২০৮ রানের লক্ষ্য আফগানরা পেরিয়ে যায় দুই উইকেট ও দুই বল হাতে রেখে। 
 
বুধবার টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের পরে মোসাদ্দেক হোসেনের ব্যাটে ভর করে আফগানিস্তানকে ২০৯ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। বোলিংয়ে বাংলাদেশের শুরুটা ভালোই ছিল, আফগানদের জোড়া আঘাত করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে নওরোজ মাঙ্গালকে তাইজুলের ক্যাচে পরিণত করেন সাকিব। একই ওভারের শেষ বলে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন রহমত শাহকে। 

অভিষেকের প্রথম বলে মোসাদ্দেকের উইকেট

অভিষেকের প্রথম বলেই উইকেট তুলে নিয়েছেন মোসাদ্দেক হোসেন। হাশমাতুল্লাহ শাহিদিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি।
 
১৪ ওভার  শেষে আফগানিস্তানের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ৬১ রান।
 
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের পরে মোসাদ্দেক হোসেনের ব্যাটে ভর করে আফগানিস্তানকে ২০৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নামার পরে আফগানদের জোড়া আঘাত করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে নওরোজ মাঙ্গালকে তাইজুলের ক্যাচে পরিণত করেন সাকিব। একই ওভারের শেষ বলে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন রহমত শাহকে। এই ম্যাচে অভিষিক্ত মোসাদ্দেক ১৪তম ওভার করতে এসে তুলে নেন হাশমাতুল্লাহ শাহিদিকে।

লাইভ খেলা : বাংলাদেশ বনাম আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জেতার পর বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক আসগর স্ট্যানিকজাই।
 
সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এই ম্যাচেই অভিষেক ঘটছে তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসেনের। এই ম্যাচ জিতলে শুধু সিরিজই নিশ্চিত হবে না, নিজেদের শততম ওয়ানডে জয়েরও স্বাদ পাবে বাংলাদেশ।

ফিরে গেলেন মুশফিক-মাহমুদুল্লাহ

দুই ওপেনারের পতনের পরে অর্ধশত রানের জুটি গড়ে তুলেছিলেন মুশফিক-মাহমুদুল্লাহ। কিন্তু অল্প রানের ব্যবধানে দুইজনই ফিরে গেছেন।
 
নাভিন উল হকের করা ২৪তম ওভারের শেষ বলে সরাসরি বোল্ড হওয়ার আগে মাহমুদুল্লাহ আগে ৩৯ বলে ২৫ রান করেছিলেন। আর দারুণ খেলতে থাকা মুশফিক রহমতের করা ২৮তম ওভারে ফিরে গেছেন ৩৮ রান করে। ২৮ ওভার শেষে চার উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২৬ রান।

নতুন নিয়মে সাব্বিরের জরিমানা

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে চলাকালীন ম্যাচ আম্পায়ারদের সাথে অসদাচরণের কারণে জরিমানার কবলে পড়েছেন বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান সাব্বির রহমান। ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে সাব্বিরকে। 
 
সেই সাথে আচরণবিধির নতুন নিয়মে দু’টি ‘ডিমেরিট পয়েন্ট’ যোগ হয়েছে সাব্বিরের নামের পাশে।  এক বিজ্ঞপ্তিতে সোমবার এ কথা জানায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রবিবার সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিলো আফগানিস্তান। এসময় একটি এলবিডব্লু নিয়ে আম্পায়ার শরফুদ্দৌল্লার সাথে অসদাচরন করেন সাব্বির। তা ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের নজরে পড়ে। অবশ্য ম্যাচ রেফারির কাছে এমন আচরণের কথা অকপটে স্বীকারও করেন সাব্বির। 

বড় দল হয়ে ওঠার প্রমাণ

এটা সত্যি যে, ম্যাচের সার্বিক পারফরম্যান্স নিয়ে সিনিয়ররা অন্তত কেউই খুব সন্তুষ্ট নন। তারা বলছেন, পারফরম্যান্সে একটা জড়তা ছিল। তারপরও এই যে প্রত্যাবর্তন, সেটা খুব ইঙ্গিতবহ
এতকাল মুদ্রার ভিন্ন পিঠটাই দেখে এসেছে বাংলাদেশ।
 
বড় বড় দলের বিপক্ষে জিততে জিততে ম্যাচ হেরে যাওয়ার স্বপ্নভঙ্গ হয়েছে কতবার। কতবার কাছে গিয়ে তরী ডুবেছে তীরে। এই বেশিদিন আগে নয়, ২০১৪ সালেও পাকিস্তানের বিপক্ষে এমন জেতা ম্যাচ হেরেছিলো বাংলাদেশ।

রোনালদোর সামনে রেকর্ডের হাতছানি

ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে বিরল এক রেকর্ডের হাতছানি। চ্যাম্পিয়ন্স লিগে আজ মঙ্গলবার বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে হ্যাটট্রিক পেলে তিনিই হবেন ইউরোপিয় পর্যায়ে গোলের সেঞ্চুরিয়ান।  
ইউরোপীয় পর্যায়ে বর্তমানে ৯৭ গোল করে শীর্ষে আছেন তিনি। এ ক্ষেত্রে তার প্রধান প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি যার গোলসংখ্যা ৮৯টি। সোমবার খেলাটিতে অংশ নিতে তিনি জার্মানিতে পৌছে গেছেন। যদিও সর্বশেষ লা লিগায় সর্বশেষ খেলায় তার নৈপুণ্য ছিল গড়পড়তা। এ কারণে কোচ জিনেদিন জিদানও তাকে শেষ দিকে মাঠ থেকে তুলে নিয়েছিলেন। কোচের এ সিদ্ধান্তে তাকে কিছুটা বেজার হতেও দেখা গেছে। অবশ্য পেশাদার ফুটবলে সাফল্যই চূড়ান্ত কথা। সেক্ষেত্রে রোনালদোর জ¦লে ওঠাই সব কিছুর সমাধান।

New Bangla Movie 2016 | Shooter | By Shakib Khan & Bubly | HD

তিন সংস্করণেই সর্বোচ্চ উইকেট সাকিবের

বাংলাদেশ ক্রিকেটের এক অনন্য চূড়ায় উঠেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রবিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সাবির নুরির উইকেটটি নিয়ে এখন ক্রিকেটের তিন সংস্করণে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট তার।
২০৭ উইকেট নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন আব্দুর রাজ্জাক। আফগানিস্তানের বিপক্ষে ওভারের তৃতীয় বলেই আফগানিস্তানের সাবির নুরিকে এলবিডব্লিউ করে সাকিব ছুঁয়েছেন রাজ্জাককে। টেস্টে সাকিবের শিকার ১৪৭টি, দুইয়ে থাকা মোহাম্মদ রফিকের ১০০টি। টি-টোয়েন্টিতে সাকিব নিয়েছেন ৬৫ উইকেট। দুইয়ে থাকা রাজ্জাকের শিকার ৪৪টি।

নাটকীয় ম্যাচে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ। 
দুপুরে টস জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। আফগানিস্তান ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলতে সক্ষম হয়। ফলে ৭ রানে জয় পায় বাংলাদেশ। 
ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে হার্ড হিটার ব্যাটসম্যান তামিম ইকবাল সর্বোচ্চ ৮০ রান করেন। ৬৭ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর ৪৮ রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান।  বল হাতে আফগানিস্তানের দৌলত জাদরান ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন মোহাম্মদ নবী ও রশিদ খান।

আফগানরা দুর্বল নয়, সিরিজ হবে চ্যালেঞ্জিং : হাথুরুসিংহে

আফগানিস্তান কোন দুর্বল প্রতিপক্ষ নয় বলে জানিয়েছেন টাইগার কোচ হাথুরুসিংহে। শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে শনিবার তিনি বলেন, আমি মনে করছি সিরিজটি যথেষ্ট চ্যালেঞ্জিং হবে।
 
কোচের কাছে সাংবাদিকরা জানতে চান, এই সিরিজটিকে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি হিসেবে দেখছেন কিনা? তার উত্তরে কোচ বলেন, 'এটা কোন প্রস্তুতি ম্যাচ বা সিরিজ নয়। এটিও ইংল্যান্ড সিরিজের মতই পূর্ণাঙ্গ একটি সিরিজ। এই সিরিজ ইংল্যান্ড সিরিজের থেকে কোন অংশ কম গুরুত্বপূর্ণ নয়।
 
কোচ বলেন, আফগানিস্তানকে খাটো করে দেখার সুযোগ নেই। তারা দুর্বল দল নয়। সাম্প্রতিক সময়ে তারা বিশ্বে শক্তিশালী দলগুলোর বিরুদ্ধেও দুর্দান্ত ভাবে পারফর্ম করে যাচ্ছে। তাই আমি মনে করছি বাংলাদেশ-আফগানিস্তানের এই সিরিজটি চ্যালিঞ্জিং হবে।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ আজ শুরু

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঝলমল করে শরীর পুড়িয়ে দেওয়া রোদ উঠলো। পরক্ষণেই আকাশ ভেঙে বৃষ্টি। মাথা মুছতে মুছতে এসে কোচের পাশে সংবাদ সম্মেলনে বসলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। হেসে বললেন, বৃষ্টিও একটা প্রতিপক্ষ ।
 
হ্যাঁ, বৃষ্টি মাথায় নিয়ে আজ রবিবার শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আজকের এই ম্যাচ দিয়ে কার্যত শুরু হচ্ছে বাংলাদেশের দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেটের মৌসুম। গতবছর নভেম্বর মাসে শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। প্রায় ১১ মাস বিরতির অবসান ঘটিয়ে আবার মাঠে নামছে মাশরাফির দল।

‘মুক্তি’ পেলেন তাসকিন-সানি........সেই সাথে ফাঁস হয়ে গেলো ভারতের চক্রান্ত

অবশেষে নিষেধাজ্ঞা থেকে তাসকিন-সানীর মুক্তি

গত কদিন ধরেই খবরটির অপেক্ষায় ছিল বাংলাদেশের ক্রিকেট। ছিল উদ্বেগ, উৎকণ্ঠা আর আশা। আফগানিস্তান সিরিজের বাংলাদেশ স্কোয়াডে একটি জায়গা পর্যন্ত ফাঁকা রাখা হয়েছিল! অবশেষে এল প্রত্যাশার সেই বার্তা। বোলিং অ্যাকশনের শুদ্ধতার সনদ পেয়েছেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি |

এবারের বিপিএলে সাত দল, ফিরছে খুলনা ও রাজশাহী



সাতটি দল নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর আগামী নভেম্বর মাঠে গড়াচ্ছে বিপিএল সামনের আসরে আবারও ফিরছে খুলনা রাজশাহী

আজ বুধবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা

গত আসরের মতো এবারের বিপিএলে অংশ নেবে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, কুমিল্লা। পাঁচটি দলের সঙ্গে যুক্ত হচ্ছে খুলনা রাজশাহী। এবারের বিপিএলে থাকছে না সিলেট

ডিসেম্বর শেষ হবে বিপিএলের চতুর্থ আসর

Eid-UL-Adha New Bangla Natok 2016


Gordon Greenidge, who coached Bangladesh towards qualification for the 1999 World Cup, was unexpectedly fired in the middle of that tournament



On the sunny Monday of June 26, 2000, Aminul Islam, the captain of the Bangladesh side that beat Pakistan in 1999, got a call from Dhaka. It was someone from the Bangladesh Cricket Board. Aminul was living in Portsmouth in Hampshire that summer, playing in the Southern Premier League. He was asked to drive to Lord's to be present for the press conference that would reveal Bangladesh as the newest ICC Full Member and Test team. The cable TV boom had already happened in south Asia, and one of the stations back home heard Aminul was going to be at the press conference. They arranged a camera and got him to report it for them.

ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা ভারতীয় একাদশে নেই কোহলি

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিচারে ভারতের সর্বকালের সেরা একাদশে জায়গা হয়নি বর্তমান টেস্ট অধিনায়ক বিরাট কোহলির।
ভক্ত-সমর্থকদের দেয়া ৫০ হাজারেরও বেশি ভোটের মধ্য থেকে পর্যালোচনা করে সেরা ভারতীয় একাদশের তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে কানপুরে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের মাধ্যমে ভারত নিজেদের টেস্ট ইতিহাসে ৫০০তম ম্যাচ খেলার রেকর্ড গড়বে। 
সর্বকালের সেরা ভারতীয় একাদশে যারা রয়েছেন : সুনীল গাভাস্কার, বীরেন্দ্র শেবাগ, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গাঙ্গুলি, মাহেন্দ্র সিং ধোনি, কপিল দেব, অনিল কুম্বলে, হারভাজন সিং ও জহির খান।-বাসস।
ইত্তেফাক/

আফ্রিদীকে শেষ ম্যাচ খেলার সুযোগ দেয়া উচিত : ইনজামাম

পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদীকে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ দেয়া উচিত বলে মনে করেন পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। প্রায় দুই দশকেরও বেশি সময় দেশের প্রতিনিধিত্ব করা একজন খেলোয়াড়ের বিদায়বেলায় অন্তত এটুকু প্রাপ্য বলে দাবি জানিয়েছেন ইনজামাম।

অলরাউন্ডারকে বুঝতে অন্তত ৫০ টেস্ট পর্যবেক্ষণ দরকার : কপিল দেব

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কপিল দেবের মতে আন্তর্জাতিক ক্রিকেটে অলরাউন্ডারদের তুলনা তখনই করা যায়, যখন ক্যারিয়ারে কেউ কমপক্ষে ৫০টি টেস্ট খেলে। একটি-দুটি সিরিজ দেখেই একজন অলরাউন্ডার সম্পর্কে কোনো সিদ্ধান্তে আসা যায় না বলে মন্তব্য করেছেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের এ অধিনায়ক।
 
কপিল বলেন, 'একজন সেরা অলরাউন্ডারের সঙ্গে তুলনা করার আগে একজন ক্রিকেটারের অন্তত ৫০ টেস্ট পর্যবেক্ষণ করা উচিত বলে আমি মনে করি। দুই অথবা তিনটি সিরিজ দেখার পরই তুলনা করাটা মোটেই সমীচীন নয়।'

বিরাট কোহলির নতুন লুক

আবারো নিজের হেয়ারস্টাইল পরিবর্তন করলেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। দেশের হয়ে ৫০০তম টেস্ট খেলতে নামার আগে নিজের হেয়ার স্টাইলে পরিবর্তন আনলেন তিনি।
 
নতুন চুলের ছাটের ছবি দিয়ে টুইটারে কোহলি বলেন, `অবশেষে মাথার সবদিকটা কভার হল। দারুণ পছন্দ হয়েছে। নিজের হেয়ারস্টাইলিস্ট জর্জকে ধন্যবাদও জানিয়েছেন কোহলি।’
 
তবে শুধু চুল নয় নিউজিল্যান্ডের বিপক্ষে নামার আগে নিজের ফিটনেস বাড়াতেও পরিশ্রম করছেন কোহলি।
 
ইত্তেফাক

রোনালদোকে পেছনে ফেলে সর্বোচ্চ হ্যাট্রিকের মালিক মেসি

রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগে সর্বোচ্চ হ্যাট্রিকের মালিক হয়ে গেলেন বার্সেলোনার লিওনেল মেসি। গতরাতে চ্যাম্পিয়ন্স লিগের 'সি' গ্রুপের ম্যাচে সেল্টিকের বিপক্ষে হ্যাটট্রিক করেন মেসি। টুর্নামেন্টে এটি মেসির ষষ্ঠ হ্যাটট্রিক। রোনালদো হ্যাট্রিক আছে পাঁচটি।
চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ হ্যাটট্রিক তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনজন। জার্মানির মারিয়ো গোমেজ, ইতালির ফিলিপ্পে ইজাঘি ও ব্রাজিলের লুইজ আদ্রিয়ানো। বাসস।
 

বাংলাদেশ সফরের জন্য চূড়ান্ত দল ঘোষণা ইংল্যান্ডের

আসন্ন বাংলাদেশ সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যের টেস্ট ও ১৫ সদস্যের ওয়ানডেকে স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।দলে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ। ল্যাঙ্কাশায়ারের ওপেনার হাসিব হামিদ, নর্দাম্পটনশায়ারের মিডেলঅর্ডার ব্যাটসম্যান বেন ডাকেট ও সারের অলরাউন্ডার জাফর আনসারিকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করেছে তারা।  এছাড়া প্রায় ১১ বছর পর দলে সুযোগ পেয়েছেন ৩৯ বছর বয়সী গ্যারেথ বাটি।
 
বাংলাদেশের স্পিন কন্ডিশনের কথা দলে তিন জন প্রতিষ্ঠিত স্পিনার অন্তর্ভুক্ত করেছেন ইংলিশ নির্বাচকরা।টেস্ট দলে থাকলেও ওয়ানডে দল থেকে বিশ্রাম দেয়া হয়েছে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান জো রুটকে।

ফলোয়ারের সংখ্যায় শীর্ষে কোহলি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রামে বিশ্ব ক্রিকেটের তারকা খেলোয়াড়দের ভক্ত-সমর্থক অনেক।  তারকা খেলোয়াড়দের ভেরিফাইড পেইজে লাইক-কমেন্টস দিয়ে বা ফলোয়ার হয়ে নিজেদের শামিল রেখেছেন ভক্ত-সমর্থকরা। ভারতে ভক্ত-সমর্থকদের ফলোয়ারের সংখ্যার দিক থেকে সবার উপরে রয়েছেন দেশটির টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। 

ভারতের ৫০০তম টেস্টে আজহারউদ্দিনকে আমন্ত্রণ

ভারতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক ৫০০তম টেস্টে সাবেক অধিনায়ক আজহারউদ্দিনকে আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আজহারউদ্দিন সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলেও সূত্রমতে নিশ্চিত করা হয়েছে।
 
আগামী ২২ সেপ্টেম্বর থেকে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে কানপুরে শুরু হতে যাওয়া তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটিতেই ভারত ৫০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করবে।

আর্জেন্টিনা দলে ফিরলেন হিগুয়েন

বিশ্বকাপ বাছাইয়ে পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। আর অনেকদিন পর দলে ফিরেছেন গঞ্জালো হিগুয়েন। ডাক পেয়েছেন ম্যান সিটির সার্জিও আগুয়েরোও।
 
৬ অক্টোবর পেরুর সঙ্গে প্রথম ম্যাচ,পাঁচ দিন পর প্রতিপক্ষ প্যারাগুয়ে। এই মুহূর্তে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট তালিকার তিনে আছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা দল

বিগত ১৫ বছর বিশ্বের সেরা খেলোয়াড় মেসি : পেলে

বিগত ১৫ বছর ধরে মেসি বিশ্বের সেরা খেলোয়াড় আর এখনও সে সেরা খেলোয়াড় হিসেবেই আছে বলে জানিয়েছেন ব্রাজিলের ফুটবল লিজেন্ড পেলে।
 
ফুটবল বিশ্বের অধিকাংশদের কাছেই তিনবার বিশ্বকাপ জয়ী পেলে তার সময়ের বিশ্ব সেরা খেলোয়াড়। কিন্তু বর্তমান সময়ের সেরা খেলোয়াড়কে এই প্রশ্নে দ্বিধা বিভক্ত সবাই। কারণ লিওনেল মেসি ও রোনালদো। এই দুই খেলোয়াড়ের মধ্যে সেরাকে বেছে নেয়ার প্রশ্নে অনেক লিজেন্ড ফুটবলার হার মেনেছেন। কিন্তু এখানেই লিজেন্ডদের লিজেন্ড হিসেবে নিজেকে ভিন্ন কাতারেই রাখলেন পেলে। এক প্রশ্ন-উত্তর পর্বে তিনি বলেন, 'আমার মতে বাকি সব বিষয়ের মত এই ক্ষেত্রেও (বিশ্ব সেরা) জয়ী একজন। আর সে হল লিওনেল মেসি।'

ইংল্যান্ডের মতো নিরাপত্তা পাবে আফগানিস্তানও

রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় বাংলাদেশ সফরের নিরাপত্তা নিয়ে দ্বিধায় ছিল ইংল্যান্ড ক্রিকেট দল! অবশ্য এই শঙ্কা কেটে গেছে। বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে তাদের। তাই তারা এই সফরে আসছে।

শুধু ইংল্যান্ডকেই নয়, সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে আফগানিস্তান ক্রিকেট দলকেও। দেশের সাম্প্রতিক অবস্থার কথা বিবেচনা করে বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে।

আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের ২০ সদস্য

আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য টাইগারদের ৩০ সদস্যের স্কোয়াড ছোট হয়ে এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২০ সদস্যের দল ঘোষণা করে। ঈদের ছুটি কাটিয়ে ঘোষিত ২০ জনকে নিয়েই আগামী ১৮ সেপ্টেম্বর পুনরায় ক্যাম্প শুরু হবে। বিসিবির ঘোষিত এই স্কোয়াডে রয়েছে ব্যাপক চমক।

সাময়িকভাবে’ টেস্টের দ্বি স্তর প্রস্তাব বাতিল

সাময়িকভাবে টেস্টে দ্বি স্তর পদ্ধতি চালুর প্রস্তাব থেকে সরে এসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার আইসিসির প্রধান নির্বাহীদের বৈঠকে এই প্রস্তাব বাতিল করা হয়।
 
উল্লেখ্য, এই প্রস্তাব পাশ হলে ক্ষতিগ্রস্ত হতো বাংলাদেশ।
 
জানা গিয়েছিল এই প্রস্তাব গ্রহণের পক্ষে ছিল আইসিসির পূর্ণ সদস্য দেশ। কিন্তু এই বিষয়ে কোনো ভোট অনুষ্ঠিত হয়নি, তবে সবার মধ্যে ঐকমত্য হয় যে প্রস্তাবটি এই মুহুর্তের জন্য বিবেচনা না করা হয়। বৈঠকে অংশ নেয়া একজন প্রধান নির্বাহী ক্রিকইনফোকে জানিয়েছেন, সবার মধ্যে গুরুত্বপুর্ণ সমঝোতা হয়েছে এবং যার পরিণামে টেস্টের দ্বি স্তরের প্রস্তাব প্রত্যাহার করা হয়। প্রস্তাবটির পক্ষে ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। আর বিরোধিতায় ছিল ভারত, বাংলদেশ, শ্রীলংকা ও জিম্বাবুয়ে। ক্রিকইনফো নিশ্চিত করেছে যে, সাময়িকভাবে এই প্রস্তাবটি বাতিল হয়েছে।

মেসির ছেলে থিয়াগোকে দলে নিল বার্সেলোনা

সম্প্রতি বার্সেলোনা তারকা লিওনেল মেসি জানিয়েছিলেন, তার ছেলে থিয়াগো ফুটবলকে খুব একটা পছন্দ করে না। ছেলের ইচ্ছা যাই হোক না কেন, মেসির রক্তে তো মিশে আছে ফুটবল। সে কারণেই হয়তোবা মেসি জুনিয়রকে এখন থেকেই দলে নেবার চিন্তা করে ফেলেছে বার্সেলোনা।
বার্সেলোনা পরিচালিত একটি স্কুল প্রকল্পের আওতায় ৩-৫ বছর বয়সী বাচ্চাদের দলে যোগ দিতে যাচ্ছে আগামী নভেম্বরে ৪ বছরে পা রাখতে যাওয়া থিয়াগো মেসি।
এফসিবিইস্কোলা নামক এই প্রকল্পে তারকা খেলোয়াড়দের অনেকেই তাদের বাচ্চাদের ভর্তি করাতে আগ্রহী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এর মাধ্যমেই হয়ত বাবার পেশাকে নিজের মধ্যে নিয়ে নিতে পারবেন জুনিয়র মেসি।-বাসস।
ইত্তেফাক

আবারো ব্রাজিলের ত্রাণকর্তা নেইমার

আবারো ব্রাজিলের ত্রাণকর্তা হিসেবে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন নেইমার। অলিম্পিক ফুটবলে ব্রাজিলকে প্রথমবারের মত স্বর্ণ পদক এনে দেয়ার পর বিশ্বকাপ বাছাই পর্বেও তার গোলে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন কলম্বিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল।
 

ভেনিজুয়েলার সঙ্গে ড্র করল মেসি বিহীন আর্জেন্টিনা

কোপা আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভেনিজুয়েলার কাছে হারতে বসেছিল আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধের শেষ সময়ে করা দুই গোলে কোনমতে ড্র নিশ্চিত করে মাঠ ছাড়ে দলটি।
 
ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে ছিল ভেনিজুয়েলা। ৩৫ মিনিটে জুয়ান পাবলো অ্যানর গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের ৫৩ মিনিটে ভেনিজুয়েলার পক্ষে দ্বিতীয় গোলটি করেন জোসেফ মার্তিনেজ। দুই গোলে পিছিয়ে থেকে নিশ্চিত হারের দিকে এগিয়ে যাওয়া আর্জেন্টিনাকে এ সময় রক্ষা করেন লুকাস ডেভিট প্রাততো ও নিকোলাস ওতামেন্দি।
 
ম্যাচের ৫৮ মিনিটে প্রথম গোলটি শোধ করেন লুকাস প্রাততো। কিন্তু তাতেও হারের দুশ্চিন্তা কাটছিল না আর্জেন্টাইনদের। এরপর দীর্ঘ বিরতি হারের সম্ভাবনা আরো তীব্র করছিল। কিন্তু ম্যাচের ৮৩ মিনিটে আর্জেন্টিনার রক্ষাকর্তা হিসেবে গোলটি করেন ওতামেন্দি। ফলে ভেনিজুয়েলার মাঠে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাই পর্বে ফ্রান্সের হোঁচট, পর্তুগালের হার

রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের বাছাই পর্বে বেলারুশের কাছে হোঁচট খেয়েছে ফ্রান্স। অন্যদিকে বাছাই পর্বের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে হেরে গেছে ইউরো বিজয়ী পর্তুগাল।
 
দল হিসেবে শক্তিতে এগিয়ে ছিল ফ্রান্স। বেলারুশের রক্ষণভাগে বারবার আক্রমণও করেছে তারা। কিন্তু ম্যাচের ৯০ মিনিটে ফ্রান্সের কোন খেলোয়াড় গোলের দেখা পায়নি। ফলে হতাশাজনক ড্র দিয়ে শুরু হল তাদের বিশ্বকাপ বাছাই যাত্রা।
 
এদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নেমে সুইজারল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হেরে গেছে বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা। ম্যাচে সুইসদের পক্ষে গোল করেন ব্রেল ডোনাল্ড অ্যামব্রোলো ও অ্যাডমায়ার মেহমেদি।
 
'বি' গ্রুপের অন্য ম্যাচে ফারো আইল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে হাঙ্গেরি। অ্যান্ডোরাকে ১-০ গোলে হারিয়েছে লাটভিয়া।
 
এদিকে 'এইচ' গ্রুপের ম্যাচগুলোয়। এস্তোনিয়াকে ৫-০ গোলে হারিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। সাইপ্রাসের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে বেলজিয়াম এবং গ্রিসের কাছে ৪-১ গোলে হেরেছে জিব্রাল্টার।
 
ইত্তেফাক

ব্রাজিলের নতুন অধিনায়ক দানি আলভেজ

ব্রাজিল দলের জন্য যোগ্য অধিনায়ক বাছাইয়ের প্রক্রিয়া হিসেবে দানি আলভেজকে অধিনায়ক ঘোষণা করা হল। দলটির কোচ তিতে জানান, স্কোয়াডে থাকা সবাইকে একবার করে অধিনায়কের দায়িত্বে দিয়ে দেখতে চান তিনি।
 
তিতের পরিকল্পনার অংশ হিসেবে ৩৩ বছর বয়সী জুভেন্টাসে খেলা এই ডিফেন্ডার বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় কলোম্বিয়ার বিপক্ষে ব্রাজিল দলের নেতৃত্বে থাকবেন।
Recent Posts Widget