হিগুয়েইনকে বিশ্বকাপ দলে চান মেসি

হিগুয়েইনকে বিশ্বকাপ দলে চান মেসি
বিশ্বকাপ বাছাইয়ে শেষ কয়েকটি ম্যাচে দলে ছিলেন গঞ্জালো হিগুয়েইন। জর্জ সাম্পাওলির বিবেচনায় কখনো যোগ্য মনে হয়নি তাকে। তবে খোদ অধিনায়ক লিওনেল মেসিই এবার জানালেন, হিগুয়েইনকে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে রাখার পক্ষে তিনি।

আগামী বছর ফুটবলকে গুডবাই বলবেন রোনালদিনহো

আগামী বছর ফুটবলকে গুডবাই বলবেন রোনালদিনহো
বার্সেলোনার ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে দায়িত্ব পালন করা রোনালদিনহো দুই বছর ধরে কোনো ক্লাব পাচ্ছেন না। তাই ফুটবলকে এবার গুডবাই-ই বলে দিচ্ছেন। ২০১৮ সালেই পেশাদার ফুটবল থেকে অবসরের কথা ভাবছেন তিনি।

ইংল্যান্ডের ওয়ানডে দলে স্টোকস

ইংল্যান্ডের ওয়ানডে দলে স্টোকস
ব্রিস্টলে এক যুবককে প্রহার করে পুলিশি তদন্তের মধ্যে পড়েছেন বেন স্টোকস। তাই ইংল্যান্ডের অ্যাশেজ দলে থাকলেও তাই অস্ট্রেলিয়াতে যেতে পারেননি তিনি। এরই মধ্যে ইংল্যান্ডের ওয়ানডে দলে ডাক পেলেন তিনি। আগামী ১৪ জানুয়ারি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড থেকে শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

নতুন হেয়ারস্টাইল নিয়ে ফের আলোচনায় ধোনি

নতুন হেয়ারস্টাইল নিয়ে ফের আলোচনায় ধোনি
বয়স কেবল একটা সংখ্যা, আসল তারুণ্য মনেই বাস করে। এই অপ্ত বাক্য যেন ভারতের সফলতম অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রে একদম সত্য। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও নিজের স্টাইলিশ তকমায় কোনো ঘাটতি রাখতে চান না সাবেক ভারত অধিনায়ক।

বাংলাদেশের তরুণদের পাশে থাকতে চান ওয়াকার

বাংলাদেশের তরুণদের পাশে থাকতে চান ওয়াকার
সর্বকালের সেরা বোলারদের একজন তিনি। তাকে কাছে পেলে অনেক অভিজ্ঞ বোলারেরও বর্তে যাওয়ার কথা। সেখানে এবার সিলেট সিক্সার্সের বোলাররা মেন্টর হিসেবে পাচ্ছেন পাকিস্তানের গ্রেট পেসার ওয়াকার ইউনুসকে। অল্প সময়ের জন্য দলটির সাথে যোগ দেওয়া এই সাবেক ফাস্ট বোলার বলছেন, তরুণদের সাহায্য করাই তার এই আসার লক্ষ্য।

রাশিয়া বিশ্বকাপে ইরানি রেফারি

রাশিয়া বিশ্বকাপে ইরানি রেফারি
রাশিয়ায় আগামী বছর অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের অফিসিয়াল রেফারি হিসেবে থাকবেন ইরানের আলী রেজা ফাগহানি। রবিবার প্রেস টিভির এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার জন্য আলী রেজা ফাগহানি এশিয়ার ষষ্ঠ রেফারি।

টি-টেন ক্রিকেট লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের সাকিব - তামিম - মুস্তাফিজ

সাকিবের সঙ্গী তামিম-মুস্তাফিজ
আগেই শোনা গিয়েছিল, টি-টেন ক্রিকেট লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এবার জানা গেল, মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিতব্য এই লিগে খেলতে যাচ্ছেন আরো দুই বাংলাদেশি। তারা হলেন ওপেনার তামিম ইকবাল ও বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান।

নেইমারের বাবার সঙ্গে রিয়াল সভাপতির গোপন বৈঠক!

নেইমারের বাবার সঙ্গে রিয়াল সভাপতির গোপন বৈঠক!
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন নেইমার? আন্তর্জাতিক গণমাধ্যম এমন খবরেই উৎকণ্ঠায় ফেলেছে পিএসজি সমর্থকদের। নেইমারের বাবা নাকি এরই মধ্যে রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে গোপনে বৈঠকেও বসছেন নিয়মিত! ডেইলি সানের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। 

BPL Points Table 2017

Last Update 05-Nov-2017 At 09.00.00 AM
Here’s the latest BPL points table with latest team standings & rankings for all seven teams participating in the 2017 edition based on number of total wins, losses, net run rate and total points by each team. The BPL Points Table is based on the ICC System where each team is awarded 2 points for win during group stages. In case of a draw during the group stage, winner shall be decided through super over. Top four teams will qualify for semi-finals before a final match. The points table is updated after every match.

‘আলোচিত-সমালোচিত’ নাসির

‘আলোচিত-সমালোচিত’ নাসির
গত কয়েক বছর হলো বিষয়টা নাসির হোসেনের সয়ে যাওয়ার কথা। মাঠের পারফরম্যান্স থাকুক আর নাই থাকুক নাসির আলোচনায় থাকেন। দলে থাকলে আলোচনা হয়, না থাকলে সমালোচনা হয়। বাদ পড়লে, কেন বাদ পড়লেন সেটা নিয়ে আলোচনা হয়। যদিও, নাসির অনেকদিন হলো তার নামের সাথে যায় এমন কোনো পারফরম্যান্স দেখাতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে।

পরিবর্তন আসছে বিপিএলের সময়সূচিতে

পরিবর্তন আসছে বিপিএলের সময়সূচিতে
দর্শকদের বিষয়টি মাথায় রেখে বাংলা ম্যাচ শুরুর সময়সূচিতে পরিবর্তন আসছে। ঢাকা পর্ব থেকে তা কার্যকর হবে। সিলেটে এখন দুপুর ২টায় প্রথম ম্যাচ ও দিনের দ্বিতীয় খেলা শুরু হয় সন্ধ্যা ৭টায়। বর্তমান সময়সূচিতেই হবে সিলেটের ম্যাচগুলো। তবে ঢাকা পর্বে বিপিএল শুরুর সময় কিছুটা এগিয়ে আসছে।

ছুটিতে বান্ধবীর সঙ্গে রোমান্সে ফ্যাব্রেগাস

ছুটিতে বান্ধবীর সঙ্গে রোমান্সে ফ্যাব্রেগাস
শনিবারই বোর্নমাউথের বিপক্ষে জিতেছে চেলসি। তাই দলটির ম্যানেজার অ্যান্টোনিও কোন্টে রবিবার দিনটা ছুটি দিয়েছিলেন শিষ্যদের। সেই ছুটিতে বান্ধবীকে নিয়ে দারুণ রোমান্সে মাতেন দলটির স্প্যানিশ মিডফিল্ডার সেস ফ্যাব্রেগাস।

স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি পাচ্ছে সৌদি নারীরা

স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি পাচ্ছে সৌদি নারীরা
রিয়াদের একটি স্টেডিয়ামে সৌদি নারীরা
সৌদি নারীরা যাতে স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারে সে অনুমতি তাদের দেয়া হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দেশটির তিনটি বড় শহর - রিয়াদ, জেদ্দা এবং দাম্মামে ২০১৮ সালের প্রথম দিক থেকে পরিবারগুলোকে স্টেডিয়ামে বসে খেলো দেখার অনুমতি দেয়া হবে।

মেসির ছবি বিকৃত করে রাশিয়া বিশ্বকাপে হামলার হুমকি

মেসির ছবি বিকৃত করে রাশিয়া বিশ্বকাপে হামলার হুমকি
 
আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়ক ও বার্সেলোনার তারকা লিওনেল মেসির ছবি বিকৃত করে ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে হামলার হুমকি দিয়েছে আইএস। 

ব্যাটের আয়তন বৃদ্ধি খেলায় প্রভাব পড়বে : রাহুল দ্রাবিড়

ব্যাটের আয়তন বৃদ্ধি খেলায় প্রভাব পড়বে : রাহুল দ্রাবিড়
ব্যাটের ঘনত্ব সর্বাধিক ১০৮ মিলিমিটার, পুরূতা ৬৭ মিলিমিটার এবং ধার ৪০ মিলিমিটার করার নতুন নিয়ম করতে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন এই নিয়ম খেলায় প্রভাব পড়বে বলে জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। 

চারদিনের টেস্ট খেলতে অনাগ্রহী স্মিথ-ওয়ার্নার

চারদিনের টেস্ট খেলতে অনাগ্রহী স্মিথ-ওয়ার্নার
চারদিনের টেস্ট খেলার ব্যপারে নিজেদের অনাগ্রহের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ ও ওপেনার ডেভিড ওয়ার্নার। চলতি মাসে অকল্যান্ডে অনুষ্ঠিত এক বোর্ড সভায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বহুল প্রতিক্ষিত টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পরিকল্পনা প্রকাশ করে।

বিশ্বকাপের বাজেট বাড়িয়েছে রাশিয়া

বিশ্বকাপের বাজেট বাড়িয়েছে রাশিয়া
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ ফুটবল আসরের জন্য বাজেট ৩৪.৫ বিলিয়ন রুবেলস (৬০০ মিলিয়ন মার্কিন ডলার, ৫১০ মিলিয়ন ইউরো) পর্যন্ত বাড়ানো হয়েছে বলে দেশটির সরকারি ওয়েবসাইটে নিশ্চিত করা হয়েছে।

বার্সাকে নিয়ে নেইমারের স্মৃতিচারণা

বার্সাকে নিয়ে নেইমারের স্মৃতিচারণা
নানা তিক্ত অভিজ্ঞতার মধ্যদিয়ে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) নাম লিখিয়েছেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। দুপক্ষের তিক্ততা গড়িয়েছে আদালত পর্যন্তও। তাতে কিন্তু পুরনো দিন ভুলতে পারেননি নেইমার। ব্রাজিল তারকা বলছেন, সাবেক ক্লাব সম্পর্কে তার শ্রদ্ধা থাকবে আজীবন। বার্সা তার অন্তরে থাকবে জনম জনম ধরে।

বর্ষসেরা একাদশেও রিয়ালের জয়জয়কার

বর্ষসেরা একাদশেও রিয়ালের জয়জয়কার
ফিফার বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো, কোচ হয়েছেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের এই আধিপত্য দেখা গেছে ফিফার বর্ষসেরা একাদশেও। এই ক্লাব থেকেই একাদশে স্থান পেয়েছেন মোট পাঁচজন।

বর্ষসেরা কোচ জিদান

বর্ষসেরা কোচ জিদান
বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদ বস জিনেদিন জিদান। রিয়ালকে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন এই ফরাসি কোচ। এছাড়া গত মৌসুমে তার অধীনে লা লিগা ট্রফিও জিতেছে রিয়াল। সেসব সাফল্যের স্বীকৃতি হিসেবে সোমবার লন্ডনের পলেডিয়াম থিয়েটারে জিদানের নাম ঘোষণা করা হয়েছে সেরা কোচ হিসেবে।

পঞ্চমবারের মতো বর্ষসেরা রোনালদো

পঞ্চমবারের মতো বর্ষসেরা রোনালদো
ফের বর্ষসেরা ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। সোমবার লন্ডনের পলেডিয়াম থিয়েটারে বার্সেলোনার মেসি ও পিএসজির নেইমারকে পেছনে ফেলে টানা দ্বিতীয়বারের মতো জিতে নেন এই পুরস্কার। জমকালো অনুষ্ঠানে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেন দু্ই কিংবদন্তি আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা ও ব্রাজিলের রোনালদো।

কোচ কোম্যানকে বরখাস্ত করল এভারটন

কোচ কোম্যানকে বরখাস্ত করল এভারটন
কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটন। সোমবার কোম্যানকে বরখাস্তের ঘোষণা দিল ক্লাব কর্তৃপক্ষ।
 
ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'এভারটন ফুটবল ক্লাব নিশ্চিত করে জানাচ্ছে যে রোনাল্ড কোম্যান ক্লাব ত্যাগ করছেন। গত ১৬ মাস ধরে ক্লাবকে সার্ভিস দেওয়ায় ক্লাব তাকে ধন্যবাদ জানাচ্ছে। '

সাকিবের দেখানো পথে কোহলির পথচলা

সাকিবের দেখানো পথে কোহলির পথচলা
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর হঠাৎ করেই সাদা পোশাক থেকে ছয় মাসের বিশ্রাম চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মূলত অবসাদগ্রস্ততার কারণেই সাকিব এই বিশ্রাম চান। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে বিশ্রাম দেয় তারকা ক্রিকেটারকে।

পাকিস্তানের স্বপ্নপূরন

পাকিস্তানের স্বপ্নপূরন
প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের লজ্জা উপহার দিলো পাকিস্তান। সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ৯ উইকেটে জিতে পাকিস্তান। ফলে পাঁচ ম্যাচের সিরিজ ৫-০ ব্যবধানে জিতে নেয় তারা। চলতি বছর দক্ষিণ আফ্রিকা ও ভারতের কাছে ৫-০ ব্যবধানে হারের পর পাকিস্তানের কাছেও হোয়াইটওয়াশ হলো শ্রীলঙ্কা। একই বছর তিনবার ৫-০ ব্যবধানে সিরিজ হারা প্রথম দল হিসেবে পরিচিতিও পেল শ্রীলঙ্কা।

সিলেটে সেরা পেসার বাছাই করবেন ওয়াকার

সিলেটে সেরা পেসার বাছাই করবেন ওয়াকার
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্সের পেসার হান্ট কর্মসূচিতে অংশ নিতে বাংলাদেশে আসছেন পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াকার ইউনুস।
 
মঙ্গলবার তার সিলেটে আসার কথা। তিনি সিলেট সিক্সার্সের উদ্যোগে অনুষ্ঠিত বোলার হান্ট কার্যক্রমের চূড়ান্ত পর্বে সেরা ১০ বোলার নির্বাচন করবেন।

বিপিএলের টাইটেল স্পন্সর একেএস স্টীল

বিপিএলের টাইটেল স্পন্সর একেএস স্টীল
আগামী ৪ নভেম্বর থেকে সিলেটের মাঠে গড়াবে পদশের ঘরোয়া ক্রিকেটের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-২০ ক্রিকেট বিপিএলের পঞ্চম আসর। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও এবারের আসরের খেলা হবে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ও ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। এবার সাত দল খেলবে। দলগুলো হলো- ঢাকা ডাইনামাইটস, চিটাগাং কিং, বরিশাল বুলস, খুলনা টাইটান্স, রাজশাহী কিংস, রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ থাকছেন না ডু- প্লেসিস

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ থাকছেন না ডু- প্লেসিস
পিঠে ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টুয়েন্টি টুয়েন্টি সিরিজে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু- প্লেসিস। ফলে টি-২০ সিরিজে দলের নেতৃত্ব দিবেন বাঁ-হাতি ব্যাটসম্যান জেপি ডুমিনি। ডু- প্লেসিসের জায়গায় টি-২০ দলে সুযোগ পেলেন অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতের দল ঘোষণা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতের দল ঘোষণা
 
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছ ভারত। 
 
প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেলেন মুম্বাইয়ের ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার ও হায়দারাবাদের পেসার মহম্মদ সিরাজ। দলে ফিরছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুরলী বিজয়। 

দর্শক উপস্থিতিতে রেকর্ড গড়লো টটেনহ্যাম

দর্শক উপস্থিতিতে রেকর্ড গড়লো টটেনহ্যাম
লিভারপুলের বিপক্ষে রবিবার ওয়েম্বলীতে অনুষ্ঠিত প্রিমিয়ার লীগের ম্যাচে অনন্য এক রেকর্ড গড়েছে স্বাগতিক টটেনহ্যাম হটস্পার। স্বাগতিক দলকে সমর্থন যোগাতে এদিন ওয়েম্বলীতে উপস্থিত ছিল সর্বমোট ৮০ হাজার ৮২৭জন সমর্থক। দর্শক উপস্থিতির দিক থেকে প্রিমিয়ার লীগে এটি একটি রেকর্ড। 

বান্ধবীর সঙ্গে লন্ডনের রেস্টুরেন্টে ম্যারাডোনা

বান্ধবীর সঙ্গে লন্ডনের রেস্টুরেন্টে ম্যারাডোনা
বান্ধবীসহ ওয়েস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে দেখা গেছে আর্জেন্টিনার ফুটবল লিজেন্ড দিয়েগো ম্যারাডোনাকে। প্রায় তিন দশকের জুনিয়র বান্ধবীর সঙ্গে ২০১৪ সালের ভ্যালেন্টাইন ডে’তে বাগদান সম্পন্ন করেন। সেই বান্ধবী রোকিও ওলিভার সঙ্গে তাকে লন্ডনের একটি হোটেল থেকে বের হতে দেখা যায়। এ সময় ম্যারাডোনাকে বান্ধবীর হাত ধরে গাড়িতে ট্যাক্সিতে তোলে দিতে দেখা যায়। 

BPL T20 2017 Schedule and Fixtures as per Bangladesh Time – BST | বিপিএলের সূচি

http://channelbd24.blogspot.com/2016/10/blog-post_34.html
BPL T20 2017 time table announced by BCB, and already announced two new franchises name & All Player List where Rajshahi & Khulna took place. Bad luck of Sylhet division as they can’t participating in this tournament.

‘এই সফর বাংলাদেশ ক্রিকেটের জন্য বিপদসংকেত’

‘এই সফর বাংলাদেশ ক্রিকেটের জন্য বিপদসংকেত’
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ টেস্ট বা ওয়ানডে কোনো ফরম্যাটেই বাংলাদেশ প্রতিদ্বন্দ্বীতা পর্যন্ত গড়তে পারেনি। ঘরের মাটিতে কয়েকটি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় টাইগাররা। তাই দক্ষিণ আফ্রিকা সিরিজকে উপমহাদেশের বাইরে নিজেদের প্রমাণের সফর হিসেবে নিয়েছিল। কিন্তু এখানে উল্টো মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের পারফরম্যান্স। ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এই অবস্তাকে ‘বাংলাদেশের ক্রিকেটের জন্য বিদপসংকেত’ বলে উল্লেখ করেছেন।

সাকিবের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছেন মাশরাফি

সাকিবের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছেন মাশরাফি
টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছেন মাশরাফি বিন মর্তুজা। ইস্ট লন্ডনে রবিবার শেষ ম্যাচে ২০০ রানের বড় ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

নেইমারের লালকার্ডকে ‘অন্যায্য’ বললেন পিএসজি কোচ

নেইমারের লালকার্ডকে ‘অন্যায্য’ বললেন পিএসজি কোচ
লালকার্ড পাওয়া নেইমারের পাশে দাঁড়ালেন পিএসজি কোচ উনাই রিমেরি| ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে লালকার্ড দেখানো অন্যায্য হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। মার্সেইর বিপক্ষে ২-২ গোলে ড্র করা এই ম্যাচে পিএসজি তারকা নেইমার ৮৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়ে চলে যান।

দলের সঙ্গে পাকিস্তানে যাচ্ছেন না শ্রীলংকান কোচ

দলের সঙ্গে পাকিস্তানে যাচ্ছেন না লংকান কোচ
শ্রীলংকা ও পাকিস্তানের মধ্যে আসন্ন তিন টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরে। তবে এ ম্যাচে দলের সঙ্গে পাকিস্তান সফরে যাবেন না শ্রীলংকা কোচ নিক পোথাস। কেবলমাত্র পোথাস নন, লংকান দলের ফিজিও নিরমালান ধনাবলাসিংগাম এবং নিয়মিত সাত খেলোয়াড়ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে লাহোর সফর থেকে বিরত থাকছেন।

হঠাৎ ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যারাডোনা

হঠাৎ ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যারাডোনা
ওয়েম্বলি স্টেডিয়ামে টটেনহ্যাম হটস্পারের ম্যাচ দেখতে অতিথি হয়ে গিয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা। খেলায় তিনি সমর্থন যোগান দলটিকে। প্রথমার্ধের খেলা শেষে তিনি নিজ নাম স্বমলিত হটস্পারের জার্সি প্রদর্শন করেন। আর্জেন্টাইন এই ফুটবল লিজেন্ডের উপস্থিতিতেই লিভারপুলের বিপক্ষে ৪-১ গোলের দুর্দান্ত জয় পায় স্পাররা।

মরিনহোর সঙ্গে চুক্তি নবায়ন চায় ম্যানইউ

মরিনহোর সঙ্গে চুক্তি নবায়ন চায় ম্যানইউ
ইউরোপের সেরা ক্লাবগুলোতে কোচিংয়ের অভিজ্ঞতা আছে। রয়েছে উল্লেখযোগ্য সাফল্যও। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজারের দায়িত্বে রয়েছেন তিনি। তার অধীনে গত মৌসুমে ম্যানইউ বড় কোনো শিরোপা জিততে পারেনি, তবে এবার মৌসুমের শুরুতেই দারুণ ফর্মে আছে দলটি।

মুস্তাফিজের পরিবর্তে দলে শফিউল

মুস্তাফিজের পরিবর্তে দলে শফিউল
টেস্ট সিরিজ শেষ করে ইতোমধ্যে দেশেও ফিরে এসেছেন পেসার শফিউল ইসলাম। তবে তাকে আবার যেতে হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। ইনজুরির কারণে আরেক পেসার মুস্তাফিজুর রহমান দল থেকে ছিটকে পড়ায় তার জায়গায় দলে জায়গা পেতে যাচ্ছেন শফিউল।  

বিয়ে করলেন স্টোকস

বিয়ে করলেন স্টোকস
নাইটক্লাবে মারামারি করে গ্রেফতার ও পরে নিষিদ্ধ হওয়ায় আসন্ন এ্যাশেজ সিরিজে খেলা দোদুল্যমান থাকা অবস্থার মধ্যেই গতকাল বিয়ে করেছেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস।
 
দীর্ঘ দিনের বান্ধবী ক্লেয়ার র‌্যাটক্লিফির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন স্টোকস। লন্ডনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকা ইস্ট ব্রেন্টে বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ইংল্যান্ড টেস্ট অধিনায়ক জো রুট, সাবেক অধিনায়ক এলিস্টার কুক এবং ফাস্ট বোলার স্টুয়ার্ট উপস্থিত ছিলেন।

তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন মেসি

তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন মেসি
বার্সেলোনার আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন। দীর্ঘদিন মন দেয়া নেয়ার পর বান্ধবী আন্তানেল্লা রোকুজ্জার সঙ্গে চলতি বছর বিয়ের পিঁড়িতে বসেন লিওনেল মেসি। স্ত্রী রোকুজ্জা ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে একথা জানান।

রংপুর রাইডার্সে খেলবেন মালিঙ্গা

রংপুর রাইডার্সে খেলবেন মালিঙ্গা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে প্রথমবারের মতো খেলতে রাজি হলেন লাসিথ মালিঙ্গা। রংপুর রাইডার্সের হয়ে খেলবেন তিনি। ২০১৩ সালের প্রথম আসরের জন্য ঢাকা গ্লাডিয়েটরস প্রায় কিনেই ফেলেছিল মালিঙ্গাকে। কিন্তু নানা কারণ দেখিয়ে নিলামে হাজির হননি এ পেসার।

ভারতে ক্রিকেট নিষিদ্ধ করার আহ্বান পাকিস্তানি ভক্তদের

ভারতে ক্রিকেট নিষিদ্ধ করার আহ্বান পাকিস্তানি ভক্তদের
দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পর অস্ট্রেলিয়া টিম বাসকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে ভারতীয় দর্শকরা। গোয়াহাটিতে ভারতীয় সমর্থকদের পাথর নিক্ষেপে অস্ট্রেলিয়া টিম বাসের জানালার গ্লাস ভেঙে যায়। 

মহানুভব নেইমার ছুটে গেলেন বিরল রোগাক্রান্ত ‍শিশুর কাছে

মহানুভব নেইমার ছুটে গেলেন বিরল রোগাক্রান্ত ‍শিশুর কাছে
আগেই রাশিয়ার টিকিট নিশ্চিত করেছিল ব্রাজিল তবুও চিলির বিপক্ষে ম্যাচটার গুরুত্ব কোন অংশেই কম ছিল না। দলের সবাইও তাই অনুশীলনে মনযোগী। কিন্তু অনুশীলন চলাকালীন হঠাৎ করেই উধাও হয়ে যান নেইমার। কোথায় গেলেন নেইমার? জানা গেল, বিরল রোগে আক্রান্ত অসুস্থ এক শিশু ফুটবল ভক্তকে সময় দিতে অনুশীলনের মাঝেই মাঠ ছাড়েন নেইমার।

স্পেনের হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলতে চান ইনিয়েস্তা

স্পেনের হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলতে চান ইনিয়েস্তা
২০১০ সালে স্পেনের বিশ্বকাপ শিরোপা জয়ের নায়ক আন্দ্রেস ইনিয়েস্তা মনে করেন আগামী বছর রাশিয়া বিশ্বকাপ হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার ক্যারিয়ারের অন্তিম সময়। ৩৩ বছর বয়সী এই বার্সেলোনা মিডফিল্ডার গত সপ্তাহে কাতালানীয় ক্লাবটির সঙ্গে ‘আজীবন’ চুক্তিতে স্বাক্ষর করেছেন। অবশ্য ছোটখাট কিছু ইনজুরির কারণে গত মৌসুমটিতে তাকে কিছুটা ধুকতে হয়েছে। তারপরও ফিটনেস ধরে রেখে ২০১৮ বিশ্বকাপে অংশ নিয়ে একটি অত্যাশ্চর্য আন্তর্জাতিক ক্যারিয়ার তৈরি করতে চান তিনি।

রাতে পৃথক খেলায় মাঠে নামছে রিয়াল-বার্সা

রাতে পৃথক খেলায় মাঠে নামছে রিয়াল-বার্সা
ফাইল ছবি
বিশ্বকাপের বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে বিস্ময়কর হ্যাটট্রিকের ঘোরের রেশ কাটতে না কাটতে আজ শনিবার আবার লিওনেল মেসির জাদু দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। আন্তর্জাতিক বিরতি শেষে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে বার্সেলোনার জার্সিতে নামছেন পাঁচবারের বর্ষসেরা। জোড়া গোল পেলেই সেভিয়ার জায়গায় অ্যাটলেটিকোর বিপক্ষে লিগে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড ছুঁবেন মেসি।

সাকিবের ফেরায় উজ্জীবিত বাংলাদেশ দল

সাকিবের ফেরায় উজ্জীবিত বাংলাদেশ দল
ফাইল ছবি
 
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে রবিবার থেকে কিম্বারলির ডায়মন্ড ওভালে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজকে সামনে রেখে দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের ফিরে আসা বাংলাদেশ দলকে অনেকটাই উজ্জীবিত করে তুলেছে।

বায়ার্নের উপদেষ্টা হিসেবে থাকবেন গার্দিওলা

বায়ার্ন মিউনিখ সফর করেছেন দলটির সাবেক কোচ পেপ গার্দিওলা। কার্লো আনচেলত্তিকে বরখাস্তের পর এই সাক্ষাত হলো তাদের। তবে আপাতত ম্যানচেস্টার সিটি ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই এই স্প্যানিশ কোচের। এরপরও বায়ার্ন যাকে কোচ হিসেবে নিয়োগ দেবে তাকে পরামর্শ দিয়ে সহায়তা করবেন গার্দিওলা।

দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর আশা রিয়াদের

বাংলাদেশের শততম টেস্টে দল থেকে বাদ পড়েছিলেন। এরপর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াডেই ছিলেন না। সেই মাহমুদউল্লাহ দলে ফিরে দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্টে সেরা পারফরমারদের একজন হলেন। তবে এই পারফরম্যান্সে স্বস্তি নেই। কারণ, দল যে বাজেভাবে হেরেছে। গতকাল মঙ্গলবার পচেফস্ট্রমে বসে রিয়াদ বলছিলেন, এখান থেকে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। প্রথম টেস্টের পারফরম্যান্স ও দ্বিতীয় টেস্টের আশা নিয়ে কথা বলেছেন এই অলরাউন্ডার—
Recent Posts Widget